এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় এতে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কে.এম. খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ।
