এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল চোর সন্দেহে দুপচাঁচিয়া সদরের আপন ও রায়হান নামের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার ২৫ ডিসেম্বর রাতে দুপচাঁচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রকাশ, গত ৩১ জুলাই রোববার রাতে আদমদীঘি উপজেলার কদমা গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়ির প্রাচীর টপকিয়ে চোরেরা ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হলে পুলিশ গত ৫ আগষ্ট সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যানুসারে মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলীর চুরি যাওয়া মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন নওগাঁর চকরামপুর থেকে উদ্ধার এবং গতকাল সোমবার রাতে পুলিশ মোটরসাইলের চোর সিন্ডিকেটের সদস্য সন্দেহে দুপচাঁচিয়া সদরের আপন ও রায়হান নামের আরো দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।