এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ব্যাটারি চালিত অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পর্শে রঞ্জু মিয়া (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে।
সোমবার (২৭ই মার্চ) সকাল ৯টার দিকে শ্যামগাঁতী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রজনু মিয়া দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সোমবার সকালে নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলের রঞ্জু মিয়া মারা গেছে।
ধুনট থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রঞ্জু মিয়ার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।