স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ধুনট ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করেছে ফুটবল প্রেমী হাজারো দর্শক।
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ খেলার আয়োজন করে ধুনট ফুটবল একাডেমী। খেলার উদ্বোধন করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। খেলা পরিচালনা করেন শহিদুল শাহিন।
তাকে সহযোগিতা করেন মজনু মিয়া ও মোস্তফা। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির নীল রঙের ১০ নম্বর নিয়ে খেলেন এবং দলের নেতৃত্ব দেন। ধুনট ফুটবল একাডেমীর জার্সির রং হলুদ। ধুনট ফুটবল একাডেমির নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান।
খেলাটি গোলশুন্য ড্র হয়। খেলা উপলক্ষে দুপুর থেকে ধুনট উপজেলা ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ক্রীড়াপ্রেমী দর্শকেরা বাস, ট্রাক, নসিমন, অটোরিকশা ও মোইসাইকেলে করে খেলার মাঠে ভীড় জমাতে থাকে। খেলার মাঠটিতে নিরাপত্তা বাড়াতে পুরো মাঠ টিন দিয়ে বেড়া দেওয়া হয়।
মাঠে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়। দর্শকেরা দাঁড়িয়ে ও বিভিন্ন উঁচু ভবনে উঠে খেলা উপভোগ করেন। উপজেলার মথুরাপুর গ্রাম এলাকা থেকে খেলা উপভোগ করতে এসেছেন ষাটোর্ধ্ব আজমল হক। তিনি বলেন, ফুটবল আমার প্রিয় খেলা। সুস্থ্য বিনোদনের জন্য এ খেলাটি উপভোগ করি। হাজারো দর্শকের সাথে খেলা দেখতে পেরে ভালো লেগেছে।

ধুনটের খেলার মাঠে মানুষের উপচেপড়া ভিড়…
