দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ
ভাষানটেক বস্তিতে রাজধানীর বাস্তুহারাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থাসহ একটি আবাসনের স্থাপত্য নকশা করেছে আমার ছেলে তাহসিন কবির নীড় এবং তার তিন সহপাঠী মোল্লা মোঃ সজিব, মিভা ইসলাম ও মিফটি ইসলাম। তারা সবাই এআইইউবি’র স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী। এখানে তাদের এই স্থাপত্য নকশার ভাবনা এবং বিস্তারিত নকশা দেওয়া হলো।
রাজধানীর ভাষানটেকের সরকারি জায়গাতে বস্তিবাসীদের জন্য একটি পরিকল্পিত আবাসন গড়ে তোলার জন্য তাহসিনরা একটি বিস্তারিত নকশা তৈরি করেছে। এটি ছিল মূলত তাহসিনদের স্থাপত্যবিদ্যা বিষয়ক প্রতিষ্ঠানিক শিক্ষাকার্যক্রমের একটি অংশ।
ভাষানটেকে এই পরিকল্পিত আবাসনটিকে তারা একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার কথা ভেবেছে। সিমুলেশন এবং কৃত্রিমবুদ্ধিমত্তার সাহায্যে এই শহর এবং ভবনগুলোর বিস্তারিত নকশা করা হয়েছে। ভবনগুলো ২০৭২ সালের লক্ষ্যে করা হয়েছে।
পুরো প্রকল্প এলাকার আয়তন ৮৬ একর এবং বর্তমানে এখানে জনসংখ্যা প্রায় ৮২ হাজার। এই প্রকল্পটির লক্ষ্য হলো ভাষানটেক এলাকার বস্তিবাসীদের জন্য একটি বাসযোগ্য ও টেকসই আবাসিক এলাকা তৈরি করা, যা তাদের উন্নত জীবন নিশ্চিত করবে।
প্রকল্পটির রাস্তাঘাট এবং সুযোগ-সুবিধা এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যেখানে মানুষ আগামী ৫০ বছর স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। এটি ভবিষ্যতের বস্তি উন্নয়নের জন্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। বাসস।
