http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 20 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

মরণ সাগরপারে তোমরা অমর’শীর্ষক ব্যতিক্রমী প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

admin
November 20, 2023 11:39 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবেতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে শহিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে রচিত ‘মরণ সাগরপারে তোমরা অমর’ শীর্ষক ব্যতিক্রমী প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন তিনি।

মোড়ক উন্মোচনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ , প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং ‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয়।

‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিন। মুখবন্ধে তিনি লিখেছেন- “আমরা ইতিহাস বিকৃতি রোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি। এই অভিযাত্রায় নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুব জরুরি। সরকারিভাবে এ জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেসরকারি পর্যায়েও বহু প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়েও বহু গবেষক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে কাজ করছেন। এসব উদ্যোগ প্রশংসনীয়।

এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা, তাঁদের তিন পুত্র-শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে পাঁচটি বইয়ের সংকলন ‘মরণ সাগরপারে তোমরা অমর’ প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। স্বল্প মূল্যে এক বক্সে পাঁচটি বই পাঠকের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়ক হবে বলে আমি মনে করি। আমি এই সংকলনের সফলতা কামনা করছি।”

প্রকাশনাটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

পাঁচটি পৃথক গ্রন্থকে একটি সুদৃশ্য বক্সে করে স্বল্পমূল্যে পাঠকের হাতে তুলে দেয়ার প্রয়াসের নাম ‘মরণ সাগরপারে তোমরা অমর’। বক্সটিতে রয়েছে ‘মুক্তিদাতা শেখ মুজিব’, ‘জয়তু বঙ্গমাতা’, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : আলোকিত তারুণ্যের প্রতিচ্ছবি’, ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল : তারুণ্যের দীপ্ত শিখা’ ও ‘শেখ রাসেল : দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি’ শিরোনামের পাচটি বই।

ব্যাতিক্রমী এই প্রকাশনায় দেড় সহস্রাধিক আলোকচিত্র ব্যবহৃত হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ছবিগুলো যাঁরা তুলেছেন তাঁদের মধ্যে অন্যতম গোলাম মাওলা, কামরুল হুদা, আলহাজ জহিরুল হক, রশীদ তালুকদার, আফতাব আহমেদ, মোহাম্মদ আলম, জালাল উদ্দিন হায়দার, রফিকুর রহমান, লুৎফর রহমান, বাল কৃষ্ণান, পাভেল রহমান ও অমিয় তরফদার।

‘মরণ সাগরপারে তোমরা অমর’-এর প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।
পুরো সেটটির মূল্য ৩০০০/- টাকা। পাওয়া যাবে ২০-২১, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সিটি ভবন, ৫ম তলায় অবস্থিত জয়ীতা প্রকাশনীর কার্যালয়ে। এছাড়াও পাঠক সমাবেশ, বাতিঘর ও রকমারি ডটকম-এ পাওয়া যাবে।

-বাসস।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।