http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

রাজপথের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীকে মুক্তিযোদ্ধাদের মতো মুল্যায়ন করা হবে:খাঁন রুবেল

admin
September 29, 2023 11:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

একদফার আন্দোলন সফল করতে রাজপথের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীকে মুক্তিযোদ্ধাদের মতো মুল্যায়ন করা হবে। চলমান সরকার পতনের এক দফা আন্দোলনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে বগুড়া সদর উপজেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সক্রিয় করার অভিযানের অংশ হিসেবে ১১ টি ইউনিয়নে ও ৯৯ টি ওয়ার্ডে বর্ধিত সভার ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে নামুজা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

নামুজা ইউনিয়নের টেংরা বন্দরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক মাষ্টার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। এছাড়াও আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও নামুজা ইউপি সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুন, বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান তালুকদার মুঞ্জু,

 

সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোকাম্মেল হক মুকুট, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাসেত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও নামুজা ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বৃন্দসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় উপস্থিতি যাচাই করা হয় এবং আগামীতে চলমান আন্দোলনের যেকোনো কর্মসূচিতে কমিটির প্রতিটি নেতাকর্মী অংশগ্রহণ নিশ্চিত করে বিজয় বেশে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করা হয়। সবশেষে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসাধীন আলী আজগর তালুকদার হেনার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।