এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৩ দিনে সন্ধ্যান মিলেনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা চকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন মাষ্টার এর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুল কাদের (৩৫) এর।
এ ঘটনায় গত ১নভেম্বর তার বৃদ্ধা মা রেহেনা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় সাধরণ ডায়েরী (জিডি) করলেও এখনো কোন সন্ধান মেলেনি তার।
বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল কাদের দীর্ঘ ১৩ দিনে উদ্ধার বা তার সন্ধ্যান না হওয়ায় পরিবার,আত্নীয় স্বজন চরম দুঃচিন্তায় ভুগছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এস আই হাচান রেজা জানান,গতকাল মঙ্গলবার বিকালে কাদের এর পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরী (জিডি) হওয়ার পর পরই আমরা বেতার বার্তার মাধ্যমে সব থানায় জানিয়ে দিয়েছি। এ ছাড়াও অনুসন্ধানের জন্য আমাদের তৎপরতা অব্যহত রয়েছে।
আব্দুল কাদের এর উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, হালকা পাতলা গঠন,মাথার চুল কালো ছোট,মুখে ছোট দাঁড়ি রয়েছে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো ফুলপ্যান্ট ও লাল চেক গেঞ্জি ছিল। শিবগঞ্জ থানার সাধারণ ডায়েরী (জিডি) নং- ৩১ তারিখঃ ০১/১১/২০২২ ইং
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধ্যান পাইলে নিম্নোক্ত মোবাইল নং এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।