http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সদরের কালিবালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

admin
September 24, 2022 4:45 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার শনিবার বিকালে বগুড়া পৌর সভার ১৯ নং ওয়ার্ডের কালিবালায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক ইব্রাহি হোসেন মোল্লার সভাপতিত্বে ও বগুড়া অঞ্চলের কৃষক প্রতিনিধি আজমল হোসেনের সার্বিক ব্যবস্থপনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক আলু বীজ বগুড়ার শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ রহিম, বগুড়া সদর, আমন্ত্রীত অতিথি ইকবাল হোসেন রপ্তানী কারক ঢাকা, ওসমান গণি মেসার্স বলখী বীজ কোম্পানী প্রাইভেট লিঃ, অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, কৃষক মোবারক হোসেন, গোলজার রহমান, দুলু ফকির, সুলতান হোসেন, শাহজাহান আলী, মন্টু মোন্না, খোকা মিয়া, বুলবুল হোসেন, জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, এরফান, রাজা মিয়া, ধলু মিয়া, মোকলেছার রহমান, ইউনুস আলী, ঠান্ডু মিয়া, রফিক, আলহাজ্ব আমজাদ হোসেন, সাজু মিয়া, আলবর, জাহাঙ্গীর, মুনছুর, সাইফুল, বাদি, জয়নাল, সোলায়মান আলী,লিয়াকত, এমরান প্রমূখ। প্রধান অতিথি বলেন সান সাইন ও সেভেন জাত আলুর বীজ রোপন করলে ভাল ফলন হয় এবং এ আলুগুলি বিদেশেও রপ্তানী করা যায়। এজন্য তিনি কৃষকদের বলেন যত্ন সহকারে ভাল বীজ রোপন করলে অধিক ফলন পাওয়া যাবে, এতে লাভবান হওয়া যায়। তাই সকল কৃষকদেরকে সানসাইন ও সেভেন জাতের আলুর বীজ রোপন করে ভাল ফসল উৎপাদন করার পরামর্শ দেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।