স্টাফ রিপোর্টার:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় হাইওয়ে পুলিশ একটি অতিরিক্ত মালবোঝাই ট্রাক আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-বগুড়া মহাসড়কের লেনে চলাচলরত ট্রাকটি পুলিশের নজরে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির পেছনে অতিরিক্ত মালামাল বোঝাই থাকায় যেকোনো সময় ভারসাম্য হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। বিষয়টি হাইওয়ে রিজিয়ন বগুড়ার পুলিশ সুপারের নজরে আসলে, তিনি সঙ্গে সঙ্গে শেরপুর হাইওয়ে পুলিশের দিবাকালীন টহল টিমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
টহল টিম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকটি আটক করে। পরবর্তীতে মালামাল পরিদর্শন করে দেখা যায়, অতিরিক্ত ওজনের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে কিংবা উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জননিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা ট্রাক থেকে অর্ধেক মালামাল নামিয়ে আলাদা একটি যানবাহনে সরানোর ব্যবস্থা করেন। অবশিষ্ট মালামাল নিরাপদভাবে সাজিয়ে ট্রাকটিকে চলাচলের উপযোগী করা হয়।
পরবর্তীতে চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহনের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ট্রাক মালিক ও চালককে সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

