স্টাফ রিপোর্টার
বগুড়ায় বিশেষ বিজ্ঞপ্তি🏏 অনুর্ধ্ব – ১৪,১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেইম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে বগুড়া জেলা প্রাক – বাছাই ।
# আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৫,সোমবার মঙ্গলবার।
# সকাল ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে।
# স্থানঃ শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া।
# বাছাই কার্যক্রম পরিচালনা করবেন রাজশাহী বিভাগীয় কোচ শাহনেওয়াজ শহীদ শানু।
# অনুর্ধ্ব ১৪,১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই
(শুধু মাত্র বগুড়া জেলার খেলোয়াড়েরা অংশ গ্রহণ করতে পারবে)
# অনুর্ধ্ব -১৪ যার জন্ম ১ সেপ্টেম্বর ২০১১ বা এরপর জন্মগ্রহণ কারী।
# অনুর্ধ্ব -১৬ যার জন্ম ১ সেপ্টেম্বর ২০০৯ বা এরপর জন্মগ্রহণ কারী।
# অনুর্ধ্ব -১৮ যার জন্ম ১ সেপ্টেম্বর ২০০৭ বা এরপর জন্মগ্রহণ কারী।
# আগ্রহীদের খেলোয়াড়দের যা নিয়ে আসতে হবে মাঠে
১/ ক্রিকেট সরঞ্জাম ও পোশাক
২/ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি
৩/ পি,এস,সি / জে, এস,সি / জন্মনিবন্ধন ডিজিটাল
এর অরিজিনাল কপি ও ফটোকপি।
# স্কুল প্রত্যায়পএ নিয়ে আসতে হবে।
# যে কোন তথ্য জানার জন্য শহীদ চান্দ। স্টেডিয়াম জেলা ক্রিড়া সংস্থা অফিসে জানতে পারবেন।
# বিস্তারিত যোগাযোগ –
রিফাত হাসান,,
জেলা ক্রিকেট কোচ বগুড়া
গেইম ডেভেলপমেন্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

