https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে জাকসুর ফল প্রকাশ, ভিপি জিতু-ও জিএস মাজহারুল

admin
September 14, 2025 1:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিনেট ভবনে এই ফল ঘোষণা শুরু হয়। শুরুতে ঘোষণা করা হয় হল সংসদ নির্বাচনের ফলাফল। পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হয়।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন-

শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা, ২ হাজার ৪২৮ ভোট (শিবির প্যানেল); পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর, ২ হাজার ১১১ ভোট (শিবির প্যানেল); সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম, ১ হাজার ৯০৭ ভোট (শিবির প্যানেল), সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) ২ হাজার ১৮ ভোট; সহ সাংস্কৃতিক সম্পাদক- মো. রায়হান উদ্দীন ১ হাজার ৯৮৬ ভোট (শিবির প্যানেল), নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম ১ হাজার ৯২৯ (শিবির প্যানেল); ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন ৫ হাজার ৭৭৮ (স্বতন্ত্র); সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা। ১ হাজার ৯৭৬ ভোট (শিবির প্যানেল); সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান ২ হাজার ১০৫ ভোট (শিবির প্যানেল); তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন, ২ হাজার ৪৩৬ ভোট (শিবির প্যানেল); সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব, ১ হাজার ৬৯০ ভোট (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস প্যানেল); সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল); সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান, ২ হাজার ৪৪২ ভোট (শিবির প্যানেল);
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক, ২ হাজার ৬৫৩ ভোট (শিবির প্যানেল); পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান পেয়েছেন ২ হাজার ৫৫৯ ভোট (শিবির প্যানেল)।

এ ছাড়াও কার্যকরী সদস্য পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তরিকুল ইসলাম, ২ হাজার ৪১৪ ভোট (শিবির প্যানেল); মো. আবু তালহা ১ হাজার ৮৫৪ ভোট (শিবির প্যানেল), মো. মহসিন, ১ হাজার ৭৪৬ (শিবির প্যানেল)।

আর কার্যকরী সদস্য নারী হিসেবে নির্বাচিত হয়েছেন, নাবিলা বিনতে হারুণ, ২ হাজার ৭৫০ ভোট (শিবির প্যানেল)
ফাবলিহা জাহান নাজিয়া, ২ হাজার ৪৭৫ ভোট (শিবির প্যানেল) এবং নুসরাত জাহান ইমা ৩ হাজার ১৪ ভোট (শিবির প্যানেল)।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।