শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে আহত তিনজনের মধ্যে ২৬ ফেব্রুয়ারী বুধবার রাতে নির্মান শ্রমিক সোহান (১৮) মারা গেছে। নিহত সোহান উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকায় মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি ভবনের কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। সেই ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিকেরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসে, ফলে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে। এ সময় গুরুতর আহত হয় সোহান, আবু তালেব ও মো. ফরহাদ।
তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোহানের অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ ফেব্রুয়ারী বুধবার রাত দেড়টার দিকে সে মারা যায়।

