https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি আসনে ইসলামী আন্দোলন‘র প্রার্থী ঘোষণা

admin
September 24, 2025 4:07 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সাতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জনসভা শেষে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মুফতি জামাল পাশা, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে অধ্যাপক শাজাহান তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, বগুড়া-৬ (সদর) আসনে আ ন ম মামুনুর রশিদ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন, ৭২-এর সংবিধান ভারতের সংবিধানের হুবহু অনুলিপি। ভিন দেশের মানুষের জাতীয় সঙ্গীত অন্য কোথাও নেই, শুধু বাংলাদেশেই আছে।” তিনি অভিযোগ করেন, দেশের প্রধান দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে।

তিনি আরও বলেন, একবারের জন্য ইসলামকে ক্ষমতায় আনুন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য আসেনি, পাশ করার জন্য এসেছে। ইসলাম ফেল করলে আমরা আর ভোট চাইতে আসব না।

ভোটের প্রতীক হাতপাখাকে জনগণের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নৌকা, লাঙল, ধানের শীষ সব মার্কাই গরিবদের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। হাতপাখা এমন প্রতীক, যা সবার দরকার। হাতপাখার বিজয় হলে সবার বিজয় হবে।

জনসভায় পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধীদের বিচারের দাবি তোলা হয়।

ভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বক্তব্য রাখেন নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।