সাধারন মানুষের মতো আদালতে হাজির হলেন,
নেই হাজারো নেতাকর্মী কিংবা শতাধিক আইনজীবিদের বহর।
বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় রোববার (১৩ নভেম্বর ২০২২) মামলার ভিকটিম সজীব ওয়াজেদ জয় সিএমএম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন।
সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সাক্ষ্য শেষে তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় এ মামলা করে পুলিশ।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এফবিআই কর্তৃক দায়েরকৃত এইরূপ অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় একজন এফবিআই কর্মকর্তাসহ আসামিদের সাজা হয়েছে।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন তিনি। এ নিয়ে মামলায় ১৫ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন তিনি বেলা ৩ টা ১৭ মিনিটে আদালতে উপস্থিত হন। এরপর বিকাল ৪ টার দিকে আদালত ত্যাগ করেন।