https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 28 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে বগুড়া সমাবেশে মাহমুদুর রহমান মান্না

admin
February 28, 2025 10:47 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মারিয়ে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবীদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগেনর সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না। তিনি আরো বলেন, ২১ শে ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো।

সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে?  আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের কারনে আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, দেশে সঠিক সময়ে নির্বাচণ না হলে মার্শাল ল হবে।

তিনি শিবগঞ্জে শহীদ মিনারে ঘটনায় আমরা মামলা দিলেও তা রুজু করা হয়নি অথচ একটি দল আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে তা রুজু করা হয়েছে। আমি অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।  শুক্রবার বিকালে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক ঐক্য নেতা সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা’র সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিত হাসান, হারুনুর রশিদ, সাজু,  জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপেজলা যুব ঐক্য সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ,সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহিন,আব্দুর রাজ্জাক,ইন্না মিয়া,ইয়ার খান,আমিনুর রহমান পাপুল প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।