দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর ২০২৫ – আগামী বছরের শুরুতে ইসলাম ধর্মে নারীর অবস্থান ও অধিকার নিয়ে একটি বৈশ্বিক সম্মেলন যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও তুরস্ক। এতে মুসলিম বিশ্বের শীর্ষ গবেষক ও আলেমরা অংশ নেবেন এবং নারীর অধিকার অগ্রগতিতে সেরা দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোকে তুলে ধরা হবে।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এবং সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং পরিচর্যা অর্থনীতি ও সমাজসেবাখাতে সহযোগিতার মান বাড়ানোর বিষয়ে একমত হয়।
তুরস্ক স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী কেয়ারগিভার গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান শারমিন মুরশিদ।
দুই দেশই নারীর প্রতি বৈষম্য দূরীকরণে আন্তর্জাতিক কনভেনশন (CEDAW) অনুমোদন করেছে। বৈঠকে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জনসমূহ ভাগাভাগি করার ব্যাপারেও সম্মত হয় বাংলাদেশ ও তুরস্ক।

