দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ছয় সংস্কার কমিশনের প্রধান। বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ:
আগামী ৮ ফেব্রুয়ারি, অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পূর্তির দিন ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে এবং সংস্কার কমিশনগুলো সরকারকে করণীয় জানাবে।
— কমিশন রিপোর্ট দুই ভাগে ভাগ করা হবে। একটি ভাগে আশু সংস্কার, যেগুলো দ্রুত করে ফেলা সম্ভব সেগুলো থাকবে অন্য ভাগটিতে কাঠামোগত সংস্কার, যেগুলোর জন্য প্রক্রিয়াগত জটিলতা রয়েছে সেগুলো থাকবে।
যে সংস্কারগুলো সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে করতে পারবে সেগুলো রাজনৈতিক দলগুলোকে ইনফর্ম করে সংস্কার করা হবে। যে সংস্কারগুলো ব্যাপক সেগুলোর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদ্বারদের সঙ্গে বৈঠক শুরু হবে।
— রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমাঝোতা সাপেক্ষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করবে।
