https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম : ট্রফি উন্মোচন

admin
September 14, 2025 8:07 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ দিন পর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরছে। এনসিএল‘র মাধ্যমে বঞ্চিত বগুড়াসহ এই অঞ্চলের ক্রিকেট প্রেমী দর্শক মাতাবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম। উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ফিরছে নতুন সাজে। এনসিএল টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে এই ঐতিহাসিক মাঠে করা হয়েছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের মাধ্যদিয়ে আলোচনায় আসে বগুড়ার এই ভেন্যু। এরপর ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় ইন্টারন্যাশনাল খেলাতো দূরের কথা বরং মাঠের ফ্লাড লাইট খুলে নেওয়া হয়েছে। তবে এ মাঠে ঘরোয়া ক্রিকেটের অনেক স্মরণীয় লড়াইও অনুষ্ঠিত হয়েছে।

তবে দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে এই ক্রিকেট ভেনুটি। ২০২৫ এর এনসিএল টি-২০ উপলক্ষে আবারও নতুন প্রাণ পাচ্ছে স্টেডিয়ামটি। মাঠের আউটফিল্ড সমতল করা, পিচ সংস্কার ও উন্নত মানের কভার বসানোর কাজ চলছে।

খেলোয়াড়দের জন্য আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও রেস্ট রুম প্রস্তুত করা হচ্ছে। গ্যালারির সিট মেরামত, ভিআইপি গ্যালারি উন্নয়ন এবং আলোকসজ্জা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারেও আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।

বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড়ধরনের সুখবর। দীর্ঘদিন পর স্টেডিয়ামটি আবারও সরব হতে যাচ্ছে ক্রিকেটের উচ্ছ্বাসে। আজ দুপুর দেড়টায় এই মাঠে রংপুর ও সিলেটের মধ্যে টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়ার ক্রীড়ামোদী দর্শক মনে করছেন আগামীতে এই মাঠে বিপিএল‘র ম্যাচও আয়োজন করবে বিসিবি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।