https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

কট খাওয়ার ভিডিও প্রকাশ করায় হিরো আলমকে ডিভোর্স দেওয়ার ঘোষণা রিয়ামনির

admin
August 7, 2025 9:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।’
বলছিলেন মডেল রিয়া মনি। বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন।

যেখানে বলা হচ্ছে, মডেল ম্যাক্স অভি ও রিয়ামনি কক্সবাজারে একটি আবাসিক হোটেলে রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিয়ামনি বলেন, ‘হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দেব।

কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে। কদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে ইতির কাছে গিয়েছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারব।’
রিয়া মনি দাবি করেন, হিরো আলম অনেকের সঙ্গেই সম্পর্ক রেখেছে, অথচ রিয়া মনির কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি এসব থেকে বেরিয়ে আসবেন। এ বিষয়ে রিয়া মনি বলেন, ‘কদিন আগে হিরো আলম বাসা থেকে বের হচ্ছিল বগুড়া যাবে বলে।

সে সেজেগুজে বাসা থেকে বের হলো, কিন্তু গেল ইতির কাছে। এরপর ইতিকে নিয়ে বগুড়া গেছে। বলেন এটা কি কেউ মেনে নেবে?’

মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিন মাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায়, তাহলে আমি অভিকে বিয়ে করব।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।