এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার চারমাথা ভবের বাজার কল্পনা ফিলিং স্টেশন সংলগ্ন বর্তমান কালভার্টটির অবস্থান হইতে উত্তরে ৬৫ গজ দূরে অবস্থিত ড্রেনটি পুর্বের অবস্থিত স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে পৌরসভার ১৪,১৫ ও ১৬ নং ওয়ার্ডের এলাকাবাসী। রবিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের চারমাথা ভবের বাজার মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী জালাল প্রামানিক, দুদু ফকির, মোহাম্মদ আজম, শফিকুল ইসলাম, রোস্তম আলী, সনি সরকার, সফিক ফকির, মজনু ফকির। এসময় মিরাজুল ইসলাম, মিজু প্রাং, বাদশা মিয়া, জিয়াউর রহমান এবং মোছা. বেবি খাতুনসহ এলাকার বিভিন্ন নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন আমরা এই ৩টি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন জলাবদ্ধতায় ভুগছি, এখানে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট স্থানান্তর করা জরুরী হয়ে পড়েছে। এই সমস্যা দ্রত সমাধানের জন্য সংশ্লিষ্ট কাউন্সিলর, সাসেক এর নির্বাহী প্রকৌশলী, বগুড়া পৌর মেয়র ও জেলা প্রশাসক সহ সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তারা।।