https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তাদের মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আহ্বান

admin
September 13, 2025 6:17 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারী পাঠাগার, ধুনট, বগুড়ার যৌথ আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মাদক, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।

‎অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কার-২০২৫-এ প্রথম স্থান অর্জনকারী উদ্যোক্তা রেজওয়ানুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৮ জন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭৬ জন কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা জানানো হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজেশন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল মিছিল।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ধুনট থানার উপ-পুলিশ পরিদর্শক এস.এম. আমিত হাসান মাহমুদ, ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান

‎শ্রমিক কল্যাণ সংস্থা, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, সোনালী ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখার সিনিয়র আইটি অফিসার নাজমুল কাদির, দক্ষিণ ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানত আলী

‎ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ আল হাবিব দুর্লভ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ঝিনাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র মাওলানা আব্দুল বাসেত সরকার

‎ধুনট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য ছামেদ আলী আকন্দ, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুরজ্জামান বকুল, ‎ধুনট ক্রীড়া সংস্থার সদস্য রুহুল আমিন নোমান, সংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমেদ, অডিট কমিটির সদস্য মুনসুরুল উল মাসুম, হামিদুর ইসলাম, কোষাধ্যক্ষ ফিরোজ আলী, সোহাগ বাবু প্রমুখ।

‎বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা ও মানসিক সাপোর্ট দিতে পারলেই এসব সমস্যার সমাধান সম্ভব।

‎অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।