এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চর আনন্দ বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সারিয়াকান্দি থানা ও কাজলা ইউনিয়ন বাসীর আয়োজনে থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ।
থানার এস আই তপন কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মাদারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ মোশাররফ, জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক শাজাহান মোল্যা, চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বলেন, যমুনার চরাঞ্চলের মানুষ খুবই শান্তি প্রিয়, নিরপরাধ কোন লোক হয়রানীর শিকার হবেনা। কেহ অশান্তি সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবেনা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, জঙ্গীবাদ, জুয়াড়–দের বিরুদ্ধে সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলে সকল অপরাধ নির্মুল করতে হবে। চরাঞ্চলে পুলিশিং সেবা আরো তরান্বিত করতে যমুনার চরে পুলিশ ফাঁড়ি স্থাপন করার উদ্যোগ নেয়া হবে ।