এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার মহাস্থান আঞ্চলিক নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি আওতায় বিদ্যুতের লোডশেডিংয়ে বগুড়া সদরের পলাশবাড়ী মোন্নাপাড়া একটি পোল্ট্রি খামারের ১৫০ ব্রয়লার মুরগি মারা গেছে। এছাড়া লোডশেডিং এর কারনে প্রতিদিনই মরছে ওই খামারে ব্রয়লার মুরগী। এ ঘটনায় ওই খামারির মালিক মিম হোসাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে সে জানিয়েছেন।
সোমবার বেলা ২টায় ওই খামারে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় ফ্যান গুলো বন্ধ হয়ে অতিষ্ঠ গরমে প্রায় একশো’র বেশি মুরগি মরে পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিম হোসাইন ও তার সহধর্মিণী সাথী বেগম, ৩ বছর ধরে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত রবি সোমবার প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা।
এসময় মিমের পোল্ট্রি খামারে ১২’শ মুরগীর সেডে প্রায় ২ থেকে দেড় কেজি ওজনের ১৫০টি মুরগী মারা যায়।
খামার মালিকের সহধর্মিণী সাথী বেগম বলেন, বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে পূর্ব ঘোষণা ছাড়া রাত- দিন লোডশেডিং আমাদের ১৫০ মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। লোডশেডিং অব্যাহত থাকায় এখনও সেডের মুরগী মারা যাচ্ছে এবং বাকি মুরগী গুলোও অসুস্থ হয়ে বিক্রির অনুপযোগী হয়ে পড়ছে।