https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 9 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘনঘন লোডশেডিং ও অতিষ্ঠ গরমে বগুড়া সদরে মারা গেল ১৫০ ব্রয়লার মুরগী

admin
September 9, 2024 11:26 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার মহাস্থান আঞ্চলিক নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি আওতায় বিদ্যুতের লোডশেডিংয়ে বগুড়া সদরের পলাশবাড়ী মোন্নাপাড়া একটি পোল্ট্রি খামারের ১৫০ ব্রয়লার  মুরগি মারা গেছে। এছাড়া লোডশেডিং এর কারনে প্রতিদিনই মরছে ওই খামারে ব্রয়লার মুরগী। এ ঘটনায় ওই খামারির মালিক মিম হোসাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে সে জানিয়েছেন।
সোমবার বেলা ২টায় ওই খামারে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় ফ্যান গুলো বন্ধ হয়ে অতিষ্ঠ গরমে প্রায় একশো’র বেশি মুরগি মরে পড়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিম হোসাইন ও তার সহধর্মিণী সাথী বেগম, ৩ বছর ধরে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত রবি সোমবার প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা।

এসময় মিমের পোল্ট্রি খামারে ১২’শ  মুরগীর সেডে প্রায়  ২ থেকে দেড় কেজি ওজনের ১৫০টি মুরগী মারা যায়।

খামার মালিকের সহধর্মিণী সাথী বেগম বলেন, বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে পূর্ব ঘোষণা ছাড়া রাত- দিন লোডশেডিং আমাদের ১৫০ মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। লোডশেডিং অব্যাহত থাকায় এখনও সেডের মুরগী মারা যাচ্ছে এবং বাকি মুরগী গুলোও অসুস্থ হয়ে বিক্রির অনুপযোগী হয়ে পড়ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।