শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়া শেরপুরের ভবানীপুর ইউনিয়নে কম্বল বিতরণকালে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ অভুতপূর্ব উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ এ সরকারের সকল সুবিধা ভোগ করছে।
জননেত্রী শেখ হাসিনার শান্তির সোনালী হাত দেশ ওদেশের সব শ্রেনীর মানুষের জন্য সব ষড়যন্ত্র গুজব প্রতিহত করে আওয়ামী লীগ জনকল্যাণে আন্তরিক ও উন্নয়নে সুদীর্ঘ প্রশ্বস্ত।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ কে উন্নয়নের বিশ্ব উচ্চতায় পৌঁছাতে আহবান জানান।
আজ ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসহায় শীতার্ত ৪ শতাধিক মানুষের জন্য উপহারের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন, মশিউর রহমান তারা, কফিল উদ্দিন,সাংবাদিক এজেড হীরা,উপজেলা পরিষদের সিএ আরিফুল ইসলাম, জুলফিকার আলী বকুল, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহ আলম শেখ, শাহবন্দেগী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য সুরেশ মাহাতো, বকুল হোসেন শেখ, তোফায়েল আহমেদ, আব্বাস আলী তালুকদার, নাজির হোসেনসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।
