দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভারতের থালাপাতি বিজয় ২৪ সালের ০২ ফেব্রুয়ারি TVK (Tamilaga Vettri Kazhagam) নামক দল প্রতিষ্ঠা করে, মাত্র ১৮ মাসে তার দলের রেজিস্ট্রার করা সদস্য সংখ্যা ১৫ মিলিয়ন, যা তামিলনাড়ুর মোট ৮১.৫ মিলিয়ন জনসংখ্যার ১৮.৪%. প্রতি ৫ জনে ১ জন মানুষ TVK এর সদস্য। এমন অল্প সময়ে এত দ্রুত জন সমর্থন পাওয়া নিঃসন্দেহে এক রাজনৈতিক ভূমিকম্প।
এশিয়ায় সাধারণত রাজনৈতিক দলগুলো এতো বিশাল মেম্বারশিপ তৈরি করতে ১০–১৫ বছর লেগে যায়, অথচ TVK তা করেছে দেড় বছরেরও কম সময়ে। TVK জানিয়েছে ২০২৬ এর নির্বাচনে তামিলনাড়ুর মোট ২৩৪ আসনে একা প্রতিদ্বন্দ্বিতা করবে।অর্থাৎ কোন অ্যালায়েন্স ছাড়াই সব আসনে নিজেদের একক প্রার্থী দিয়েছে।
এ লড়াই কেবল রাজনৈতিক নয়,
এ লড়াই মানুষের অধিকার, স্বাধীনতা আর স্বৈরাচারের শেকল ভাঙার জন্য। ভারতের মাটি জনসমুদ্রে পরিণত হয়েছে বিজয়ের আহ্বানে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়, মাঠে, প্রান্তরে।

