দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, আর্থিক ও ব্যাংকিং খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ এবং এশিয়াজুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
অজয় বাঙ্গা গত ১৪ মাসে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন। জবাবে ইউনুস বিশ্বব্যাংকের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়গুলোর একটি বলে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংককে চুরি হওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি চট্টগ্রাম বন্দর সংস্কার ও আধুনিকায়নে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, বন্দর আধুনিক হলে লাখ লাখ উৎপাদনমুখী কর্মসংস্থান তৈরি হবে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়বে।
> “চট্টগ্রাম বন্দরই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। আসুন একসাথে উন্নয়ন করি,” মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য একটি আধুনিক বন্দর থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।
বৈঠকে অজয় বাঙ্গা বলেন, টেকসই উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কার অপরিহার্য।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফি সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

