এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল ইসলাম, শহীদ-উন নবী সালাম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক লিটন শেখ বাঘা, বগুড়া শহর শ্রমিকদলের আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব সামছুজ্জামান সামছু, ফারুক হোসেন, বেলাল মন্ডলসহ জেলা শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।