স্টাফ রিপোর্টার:
বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে বগুড়ায় ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
তিন ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল সিরাজগঞ্জের তাড়াশ, যেখানে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালীতে ৪০ মিলিমিটার, পার্বত্য জেলা রাঙামাটিতে ৩৭ মিলিমিটার এবং মাদারীপুরে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সকাল থেকেই বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে মেঘের ঘনত্ব ছিল বেশি। এছাড়া নোয়াখালী ও মাদারীপুর এলাকাতেও ভারী মেঘ দেখা গেছে।
তিনি আরও জানান, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
প্রসঙ্গত, যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, তবে সেটিকে ‘ভারী বৃষ্টি’ হিসেবে ধরা হয়।

