https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

তিন ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি বগুড়ায় রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে আরও বৃষ্টির সম্ভাবনা

admin
October 2, 2025 12:38 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া জেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে বগুড়ায় ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিন ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল সিরাজগঞ্জের তাড়াশ, যেখানে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালীতে ৪০ মিলিমিটার, পার্বত্য জেলা রাঙামাটিতে ৩৭ মিলিমিটার এবং মাদারীপুরে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সকাল থেকেই বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে মেঘের ঘনত্ব ছিল বেশি। এছাড়া নোয়াখালী ও মাদারীপুর এলাকাতেও ভারী মেঘ দেখা গেছে।

তিনি আরও জানান, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

প্রসঙ্গত, যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, তবে সেটিকে ‘ভারী বৃষ্টি’ হিসেবে ধরা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।