বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর তারেক রহমানের নেতৃত্বে দেশে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন।
অনেকে গুম হয়েছেন, আবার অনেকে জেল খেটেছেন। সর্বোপরি গত ৫ আগস্ট ছাত্র—জনতার মহাবিপ্লবের মধ্য দিয়ে দেশে সরকার পরিবর্তন হয়েছে। শুধু সরকার পরিবর্তনই হয়নি, দলের সকল নেতাকর্মীকে এতিম করে দল ও সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার আস্থাভাজন আমলারা এখনও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেছে। অথচ শেখ হাসিনার এই আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানান নিয়মের বেড়াজাল। নানান অদৃশ্য শক্তি তাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এদের থেকে দেশকে চাঁচাতে আমাদের সকলকে ঐক্যবধ্য থাকতে হবে।
সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, দপ্তর সমাপাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আল আমীন পেস্তা, সহপ্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান দুলালের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস রনি, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাসেদুজ্জামান রকিব, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম শিপন, বিএনপিনেতা আলি শাহ নেওয়াজ বিদ্যুৎ, ইউপি সদস্য আলহাজ্ব বাদশা মিয়া, ফেরদৌস আলম, যুবনেতা ছামছুল ইসলাম, এনামুল হক, বাবলু, সদর উপজেলা ছাত্র দল নেতা সামিউল ইসলাম লিসান, সাবেক ছাত্রনেতা এনামুল হক নাসিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান নুহু, সদস্য সচিব রবিন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে এবং জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল কাদের।
