https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-বিএনপি বিভাগীয় সাংগঠনিক

admin
September 18, 2025 9:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আগামীর বাংলাদেশ হবে সততা ও স্বচ্ছতার। বাংলাদেশকে ইনসাফ, দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট চাইতে হবে। দেশের মানুষের মুক্তির জন্য ৩১দফা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি পাড়ায়-মহল্লায় ধানের শীষের প্রচার করতে হবে। তিনি ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধা ৭টায় টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নিবর্ািহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল,এড. আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। মতবিনিময় সভায় জেলা বিএনপির ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।