https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগপ্রবণ অঞ্চলে স্বল্পমূল্যের জলবায়ু-সহনশীল আবাসন নির্মাণে আহ্বান জানালেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস

admin
September 28, 2025 5:27 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন সমাধান তৈরিতে জাতিসংঘের আবাসন সংস্থা (ইউএন-হ্যাবিট্যাট)কে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাচের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রফেসর ইউনুস বলেন, “প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। এসব মানুষের জন্য আমাদের দ্রুত টেকসই ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।”

তিনি উদ্ভাবনী নকশার প্রস্তাব দেন—যেমন বন্যার সময় ছাদকে নৌকার মতো ব্যবহার করা যায় এমন আবাসন। পাশাপাশি নারীবান্ধব বাড়িঘর নকশার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়।

বৈঠকে দ্রুত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, মাইক্রোফাইন্যান্সভিত্তিক আবাসন সমাধান, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমস্যা নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই আবাসনের জরুরি প্রয়োজনের কথাও বৈঠকে উঠে আসে। এ প্রসঙ্গে প্রফেসর ইউনুস আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন-হ্যাবিট্যাটকে আমন্ত্রণ জানান। এছাড়া তিনি বিশ্ব আবাসন ফোরামের মাধ্যমে প্রতিবছর জলবায়ু-সহনশীল ও সাশ্রয়ী আবাসন নকশা প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন।

রসবাচ এ প্রস্তাবকে স্বাগত জানান এবং রোহিঙ্গা সম্মেলনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তিনি আসন্ন ইস্তানবুলে শূন্য বর্জ্য ফোরাম (১৭–১৯ অক্টোবর ২০২৫) এবং আজারবাইজানের বাকুতে বিশ্ব আবাসন ফোরামে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আবাসন ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান, বিশেষ দূত লুটফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।