বগুড়া প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশ পরিচালনায় অতীতে বিএনপি’র উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। জনগণের ভোটে বারবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশ থেকে ভোট ব্যবস্থা বিদায় নিয়েছে, পুলিশ এবং প্রশাসনের লোকজন ভোট কেটে বাক্স ভরিয়েছে।
তখন থেকে বিএনপি নেতাকর্মী জেল হাজতে এই ছিল বিগত ১৬ বছরের চিত্র। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা বিগত ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি। তিন হাজার নেতাকর্মী গুন, খুন হয়েছে। খালেদা জিয়া সহ দলের হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে। আমাদের দলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর অন্যায় ভাবে ১৭ বছর জেল খেটেছে। আওয়ামী লীগ সরকার আসার পর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। শেখ পরিবারের সদস্য বৃটেনের রাজনীতি করে সেখানেও চুরির দায়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। আমাদের প্রিয় নেতা এদেশের এযুগের শ্রেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, দলকে সু সংগঠিত করছেন, ধৈর্য ধরতে বলছেন। দেশের মানুষের আস্থা অর্জন করতে বলছেন।
তিনি বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, মরহুম আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুস্থ মানুষের মাঝে ছাগল, নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, ফজলুল হক উজ্জল, মাহমুদ শরীফ মিঠু,বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতিশফিকুল ইসলাম ভুধন, সাধারণ সম্পাদকজাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজাউদ্দিন, যুগ্ম আহবায়ক উজ্জল, হোসেন, আব্দুল মতিন রেজ্জাকুল হায়দার রুনু, রেজাউল করিম রেজা, গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, হাসানুজ্জামান পলাশ, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, নুর আলম সিদ্দিক, শিমুল ইসলাম জকি, আতিকুল হোসেন বিপুল, আল-আমিন কিসু, নবির উদ্দিন আকন্দ, মেহেদী হাসান রোকন, জাহিদুল ইসলাম,সহ ঈমান আলী, ইলিয়াস হোসেন উজ্জ্বল, রিবন মিয়া, শহিদুল ইসলাম, ,মোতাছিন বিল্লা মুন, নোমান বাবু, উজ্জ্বল হোসেন, জাকিরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ দলের নেতৃবৃন্দ।
