https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা/ সন্ত্রাসীদের জিম্মি দশা থেকে ৩ ঘণ্টা পর উদ্ধার করলেন পুলিশ

admin
September 4, 2025 6:19 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন। গত বুধবার বিকেলে উপজেলার পিরাপাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়শিং-বগুড়া সড়কের পিরাপাট বাজার এলাকায় সুকলু মিয়া ও তার ভাইদের ছয় শতক জমি ২০০৪ সালে সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে। জমির মূল্য বাবদ ২০,৬১৬.৭৫ টাকা সুকলু মিয়া উত্তোলনও করেন।

‎অভিযোগ রয়েছে, ওই অধিগ্রহণকৃত জমির একাংশ দখল করে সুকলু মিয়া ও তার সহযোগীরা—শাহাদুল হোসেন মন্ডল, গোদামন্ডল, আব্দুল কাফী, সফিকুল ইসলাম, ইংরেজ উদ্দিন ও কালু মিয়া—ঘর নির্মাণ করেন। এতে এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

‎বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল অভিযোগের সত্যতা পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

‎নির্দেশ অনুযায়ী, বুধবার বিকাল ৪টার দিকে ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন উচ্ছেদ অভিযানে গেলে, সুকলু মিয়া ও তার সহযোগী ৪০-৫০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। তারা তাকে মারধর করে এবং তিন ঘণ্টা ধরে জিম্মি করে রাখে।

‎এ সময় জোরপূর্বক তিনশ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও নেয়া হয় বলে জানান আনোয়ার হোসেন।

‎খবর পেয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার করেন এবং তার কাছ থেকে আদায়কৃত সাদা স্ট্যাম্প জব্দ করেন।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। যদি তিনি মামলা করেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ইউএনও স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

‎এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত ও জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া দুঃখজনক। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।