এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার ধুনট উপজেলায় বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ধুনট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
তিনি বলেন, “নতুন প্রজন্ম যেন তাদের প্রথম ভোট ধানের শীষে দেয় – এটাই আমাদের প্রত্যাশা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে।”
সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “এই রূপরেখা দেশকে একটি কার্যকর গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।”
বক্তব্যে গুরুত্ব পায় যেসব বিষয়:
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন
বিচারব্যবস্থার সংস্কারে জুডিশিয়াল কমিশন গঠন
নির্বাচন কমিশন পুনর্গঠন
প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারকে ক্ষমতায়ন।
নারীর ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতা।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও কৃষি পণ্যের সুরক্ষা।
স্বাস্থ্য, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশবান্ধব নগরায়ন।
সভায় আরও বক্তব্য রাখেন:
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, সাইদুজ্জামান নোমান, বিপ্লব হোসেন প্রমুখ।
এছাড়া স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল, তাঁতী দল, সমবায় দলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

