মিন্টু ইসলাম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া শহরস্থ বিভিন্ন মার্কেট কমিটি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় বগুড়ার সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে
করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বগুড়া শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ, নগদ টাকা পরিবহনে পুলিশ এসকর্ট প্রদান, চুরি ছিনতাই রোধকল্পে পুলিশ টহল, ডিবি, ডিএসবির কার্যক্রম বৃদ্ধি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জনগণের যানমালের নিরাপত্তা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বগুড়া শহরস্থ বিভিন্ন মার্কেট কমিটি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

