মিন্টু ইসলাম:
বগুড়া শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির(RDA) সহকারী পরিচালক জয়ন্ত কুমার রায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে
বগুড়া শেরপুর উপজেলার সাবেক ইউএনও সুমন জিহাদির শোক প্রকাশ।
বগুড়া শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির(RDA) সহকারী পরিচালক জয়ন্ত কুমার রায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। তার আত্মার স্বর্গত্থান কামনা করছি। মেয়ের অন্নপ্রাসনে যোগ দিতে ও আয়োজন করতে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন তিনি। আমি জানি এটি একটি দুর্ঘটনা। কিন্তু এতো বেশি দুর্ঘটনা যখন একটি দেশের প্রান্তে প্রান্তে হয় তখন নিশ্চয়ই আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। গাড়ি ফুটপাথে তুলে দিচ্ছে। মাদকাশক্ত চালক হেল্পার দিয়ে চলছে গাড়ি । প্রতিদিন কিশোর যুবকরা মটর সাইকেল এক্সিডেন্ট করছে। সেদিন দুপচাচিয়া বিয়াম স্কুলের ৩ টা ছাত্র একসাথে মারা গেলো। মৃত্যু এতো সহজ হতে দিয়েন না, এতো নির্মম গল্পের কাহিনী নেয়া যায় না। জয়ন্ত অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক কর্মকর্তা ছিলেন। আমি শেরপুরের ইউএনও থাকা অবস্থায় অনেক বার তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। সকলে সাবধানে থাকুন, সচেতন থাকুন। মনটা ভীষণ খারাপ হয়েছে।

