দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত “এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস” শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন,
“প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে, তা এগিয়ে নিতে আপনাদের অবদান অপরিহার্য।”
প্রধান উপদেষ্টা আরও বলেন,
“দর্শকসারিতে বসে সমালোচনা করা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে আমাদের সঙ্গে খেলুন। আপনাদের দেখে আমরা দেশে ফিরতে আরও অনুপ্রাণিত হয়েছি।”
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে গত ১৫ মাসে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, অভ্যুত্থানের পর থেকে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া প্রবাসীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগগুলোও তুলে ধরেন।
পরবর্তীতে দুটি প্যানেল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য-সচিব আক্তার হোসেন, তাসনিম জারা, হুমায়ুন কবীর এবং নকিবুর রহমানসহ নেতারা অংশ নেন। আলোচনায় দেশের ভবিষ্যৎ ও প্রবাসীদের সম্পৃক্ততা নিয়ে মতামত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য নতুন মোবাইল অ্যাপ “শুভেচ্ছা” উদ্বোধন করেন। অ্যাপটি প্রবাসীদের জন্য তথ্য, সেবা ও বিনিয়োগের সুযোগ সহজলভ্য করবে।

