স্টাফ রিপোর্টার:
কর্মজীবনের পথে অনেক জায়গায় কাজের সুযোগ হয়, তবে কিছু জায়গা হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয়— শেরপুর তেমনই একটি স্থান। ২০২৪ সালের ৬ অক্টোবর এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে চেষ্টা করেছি নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতাকে সঙ্গী করে আপনাদের পাশে থাকতে।
এই এক বছর আট দিনের সময়কাল ছিল শিক্ষা, অভিজ্ঞতা ও ভালোবাসায় ভরপুর একটি যাত্রা। প্রতিটি দিন কেটেছে মানুষের কথা শোনা, সমস্যার সমাধানে চেষ্টা করা এবং সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সব কিছু হয়তো আমার সাধ্যের মধ্যে ছিল না, তবে যা কিছু সম্ভব ছিল, তা করেছি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে।
এই সময়ে আপনাদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কর্মজীবনের অমূল্য প্রাপ্তি। শেরপুরের প্রতিটি মানুষ, প্রতিটি মুখ, প্রতিটি স্মৃতি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগও পেয়েছি। ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এই শেরপুরের উন্নয়ন নির্ভর করছে আপনাদের ঐক্য, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার ওপর। আমি বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর আরও এগিয়ে যাবে, আরও সমৃদ্ধ হবে।
দায়িত্ব পালনের পথে যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, তা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। সেই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।
আমি এখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত হয়েছি। নতুন কর্মস্থলে পদার্পণের এ সময়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনা কামনা করছি। আমিও শেরপুর উপজেলার প্রতিটি মানুষের কল্যাণ, সুস্বাস্থ্য ও অগ্রগতি কামনা করি।
শেরপুর আমার কাছে শুধু একটি কর্মস্থল নয়—এটি এক অনুভব, এক মায়ার জায়গা, এক সুন্দর স্মৃতির নাম।
আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
শুভেচ্ছান্তে,
মো. আশিক খান
সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার
শেরপুর, বগুড়া
১৪ অক্টোবর ২০২৫

