এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামে সড়ক দুর্ঘটনায় আকিজ গ্রুপের এক সেলসম্যান নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা-চরপাড়া সড়কে মোঃ আবু তাহেরের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মামুনুর রশিদ শিহাব (৩০), পিতা মোঃ গোলাম রব্বানী, সাং- নীলকণ্ঠপুর (শালমারা), থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। তিনি সোনাতলা পৌরসভার ব্র্যাক অফিস সংলগ্ন আকিজ গ্রুপের ডিলার পয়েন্টে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শিহাব ভুটভুটিতে করে পণ্য সরবরাহ করতে হলিদাবগা গ্রামে যাচ্ছিলেন। পথে ভুটভুটির সেফ ভেঙে উল্টে যায় এবং তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

