এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিক্ষানবিশ এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার (১ই নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আইনজীবী আব্দুল বারী চান (৪০) চকফরিদ এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন। এ ছাড়া তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। বগুড়া বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বাসা থেকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তিনজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল ইসলাম আরও বলেন, স্বজন ও প্রতিবেশীদের মতে জমি-জমার বিরোধ নিয়ে হামলা হতে পারে। হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসেছিল। আমরা এখানে আরও তথ্য, ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।।