স্টাফ রিপোর্টার:
বগুড়ার দুপচাঁচিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক মূল আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, মামলাটি (নং-০৮, তারিখ: ১০-০৭-২৫, ধারা: ৩৯৪/৩০২/৩৪ দণ্ডবিধি) সংক্রান্ত শুনানির জন্য জেলা কারাগার বগুড়া থেকে রফিককে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
তবে, আদালতের হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময়, বেলা আনুমানিক ৩টা ৫৫ মিনিটে, সিঁড়ি দিয়ে নামার সময় কৌশলে পালিয়ে যায় আসামি। ঘটনা জানাজানি হতেই ডিবি ও থানা পুলিশ তৎপর হয় এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অবশেষে ২৩ সেপ্টেম্বর রাতে, রাত ৯টা ৫ মিনিটে আদমদিঘী থানাধীন বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

