বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় চামড়া প্রক্রিয়াকরণে ব্যবহৃত বীট লবণ ও ইন্ডাস্ট্রিয়াল লবণের সাথে অননুমোদিত টেক্সটাইল কালার মিশিয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ লবণ বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয় ও জেলা টাস্কফোর্স কমিটি শহরের ফুলবাড়ি ও দক্ষিণপাড়া এলাকায় যৌথভাবে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। অভিযানে দেখা যায়, অনুমোদনহীনভাবে টেক্সটাইল রঙ এবং চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করে বীট লবণ তৈরি করা হচ্ছিল, যা মানুষের খাদ্য হিসেবে গ্রহণ একেবারেই অনুপযুক্ত এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
জানা যায়, অভিযুক্ত কবির হোসেন নামের ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। তৈরি করা লবণ বগুড়া ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।
অভিযান চলাকালে জব্দকৃত বিপুল পরিমাণ লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় উক্ত প্রতিষ্ঠানের মালিককে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এই অভিযানে সহযোগিতা করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাবা ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

