https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 3 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতাই কাল হলো তাদের” গ্রেফতার ৭

admin
February 3, 2025 12:17 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লুণ্ঠিত মালামাল।রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোর রাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের আভিযানিক দল।

গ্রেপ্তার দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মো. সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মো. মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মো. মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মো. রাকিব শেখ (২০), মো. শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মো. আল-আমিন (১৯) ও সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা মো. লাদেন (২২)।

গ্রেপ্তারের সময় উদ্ধাৃর হওয়া লুণ্ঠিত মালামালগুলো হলো- ৪ আনা ওজনের স্বর্ণের ১টি কানের দুল, ৬ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন, ৪ আনা ওজনের স্বর্ণের ১টি কানের দুল, ৮ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন, ৬ আনা ওজনের স্বর্ণের ১টি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্ণের ২টি আংটি ও নগদ সাড়ে তিন হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এসময় ভুক্তভোগীরা ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সরাসরি তত্ত্বাবধানে সদর থানা পুলিশ ছায়াতদন্ত শুরু করে এবং ডাকাতদের শনাক্ত করে। পরে পুলিশের একাধিক টিম রোববার ভোররাত ৫টা অব্দি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৭ ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন, তদন্ত ইন্সপেক্টর একেএম মঈন উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।