এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বগুড়ায় উদ্বোধন করা হলো দি নিউ আল-আমিন জুয়েলার্স। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের রফিক খাঁন নিউ মার্কেটে ফিতা কেটে এ শোরুমের উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কর্মাসের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সজল শেখ, মতলেবুর রহমান রাতুল, আজিজুল হক, ফেরদৌস আলী, ফার্জিয়া আহমেদ, সানিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ এমদাদুল হক। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. ফিরোজ আহম্মেদ বাবু জানান আমরা শতভাগ গুনগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরো জানান, তার জুয়েলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে ১০০% গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ১৮,২১ ও,২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার তৈরী করা হয় এবং মানসম্মত রেডিমেইড স্বর্ণ, অলংকার পাওয়া যাবে।