বগুড়া প্রতিনিধিঃ
২০ জানুয়ারি (বৃহস্পতিবার) বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স বগুড়া’র ব্যাডমিন্টন মাঠে সন্ধ্যা ৭:০০ টায় “পুলিশ সুপার কাপ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এসএএফ-১ পুলিশ লাইন্স জু্টি ও রানার আপ হন এসএএফ-২ পুলিশ লাইন্স জুটি।
পুলিশ সুপার মহোদয় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়-দের মাঝে পুরস্কার তুলে দেন এবং সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য “পুলিশ সুপার কাপ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর প্রতিযোগিতায় বগুড়া’র বিভিন্ন ইউনিটের ১৬ টিম অংশগ্রহণ করে।