এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ব্যতিক্রম উদ্যোগে জন্মদিন পালন করা হয়েছে।
বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বৃন্দাবনপাড়া ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব কবির হোসেন খলিফার আয়োজনে সমাজ সেবক ও অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা সাব্বির আহম্মেদ সুমনের জন্মদিন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ক্লাব চত্ত্বরে বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের সহযোগিতায় প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে দাঁতের চিকিৎসা, ব্লাড গ্রুপিং,ডায়াবেটিকস পরিক্ষা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব কবির হোসেন খলিফা, আলহাজ্ব শফিকুল ইসলাম সাফি, সৌরভ, সাদ্দাম, বগুড়া অনলাইন রক্তদান সংগঠনের সদস্য মোঃ মিশু সরদার, মোঃ এজাজুল, মোঃ খোকন, মোছাঃ সম্পা, মোছাঃ আশা, নাছরিন, আলী আজম, রাহিদ।
চিকিৎসা সেবা প্রদান করেন ডিটি হরিপদ দাস , ডিটি কে. মাহফুজুল হাসান, আসাদুজ্জামান আসলাম, মাসুদ রানা, জহুরা আক্তার প্রমূখ।