এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল (রেজি: রাজ-২১৪৫) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও ২০২৫ সালের রিক্সা-ভ্যান শ্রমিক দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাদেক আলী, আহসান সাব্বির সোহাগ ও মাফরুজ্জামান ওমেক্স।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: বিশিষ্ট শ্রমিক নেতা এস আলম, আজিজুল হক রাজা, আফজাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, আব্দুল মোমিন, শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, মহিদুল ইসলাম, আব্দুস সোবহান পুটু, বাবলু মন্ডল, সেলিম মন্ডল, মুন্না, পল্টু শেখ, সিদ্দিক আশা, রিপন মিয়া, মনিরুজ্জামান মনির, জিল্লুর রহমান, বনি আমিন, শাহাদ হোসেন, আশাদুল ইসলাম, মিজানুর রহমান, বেলাল মীর, সাজেদুর রহমান সাজু, আল আমিন হোসেন, দিদার হোসেন, আশরাফুল ইসলাম পুটু, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন ও রাজু মিয়া।
নবনির্বাচিত কমিটির সভাপতি জালাল উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক বিএম বকুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরও সুসংগ।

