এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় র্যাব-১২-এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক ওরফে সজিব (৪৫) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২-এর একটি বিশেষ দল তাকে সদর উপজেলার গোদারপাড়া চারমাথা এলাকা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃত ফারুক ওরফে সজিব বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে।
র্যাব-১২ জানায়, আটক ফারুক পূর্বে একটি মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন এবং রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে আটকের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-১২ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের নিরবচ্ছিন্ন তৎপরতা দেশকে একটি অপরাধমুক্ত রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

