স্টাফ রিপোর্টার:
বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও নিষ্পত্তি
আজ বিকেলে বগুড়া সদর উপজেলার বারোপুর ইজতেমা মাঠ সংলগ্ন একটি খালে মাছ ধরার সময় এক জেলের জালে ছয়টি হ্যান্ড গ্রেনেড উঠে আসে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে।
খবর পাওয়ার পর বিকাল ৪.৩০ মিনিটে বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন সাদিফের নেতৃত্বে একটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং গ্রেনেডগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখে।
পরে সন্ধ্যা ৭ টায় সেনাবাহিনীর ৬ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর তারা ৬টি হ্যান্ড গ্রেনেড একে একে নিরাপদে ধ্বংস করে।
সেনাবাহিনীর এ ধরনের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই কার্যকরী ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

